পূর্ব বিরোধের জের ধরে রাজবাড়ীর পাঁচুরিয়ায় যুবকের পেটে ছুরি, ৩ যুবক গ্রেপ্তার

- Update Time : ১১:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পূর্ব বিরোধের জের ধরে রাজবাড়ীতে শুভ মোল্লা (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মারাতœকভাবে আহত করা হয়েছে। তাকে প্রথমে রাজবাড়ী, এরপর ফরিদপুর এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাময় বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় শুভ’র চাচা বাদী হয়ে রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলার ৩ জন আসামি যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আহত শুভ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণদিয়া গ্রামের মৃত হারেজ মোল্লার ছেলে।
মামলার বাদী ও আহত শুভ’র চাচা মোহাম্মদ গাফ্ফার মোল্লা বলেন, মামলা আসামি রিদয়, অন্তর মল্লিক, তুহিন মল্লিক, এনামুল মল্লিক, ওয়াসিম মল্লিক ও জুয়েল কাজীসহ অজ্ঞাত নামা ৪/৫ জনের সাথে নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে আসামিরা গত শনিবার রাত ৮টার দিকে তার ভাতিজা শুভ ও প্রতিবেশি দেলোয়ার ভুইয়ার ছেলে তানজিদ ভুইয়া স্থানীয় ব্রাক্ষণদিয়া বাজার থেকে বাড়ীর উদ্দেশে পায়ে হেটে যাবার সময় গতিরোধ করে। ওই সময় তারা শুভ ও তানজিদকে বেধরক মারপিট করে এবং শুভ’র পেটে ছুরি ঢুকিয়ে রক্তাক্ত জখন করে।
শুভ’র দুলাভাই সোহেল খান জানান, মারাতœক আহত অবস্থায় শুভকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাময়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, এ মামলার আসামি অন্তর মল্লিক, তুহিন মল্লিক ও এনামুল মল্লিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়