দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় দুই শতাধিক গাড়ি
- Update Time : ১০:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক গাড়ি। এর মধ্যে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের সংখ্যা সবচেয়ে বেশি। আজ রবিবার বিকেলে ফেরি ঘাটের জিরোপয়েন্ট থেকে টার্মিনালের ট্রাফিকমোড় পর্যন্ত যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি সৃষ্টি হয়। তবে কর্তৃপক্ষ জানান, ঘাট সংকটের পাশাপাশি গাড়ির চাপ বেড়ে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দূরত্ব তিন কিলোমিটার। প্রতিদিন সেখানে কয়েক হাজার বিভিন্ন গাড়ি ফেরি পারাপার হয়। গুরুত্বপূর্ণ এ নৌপথের দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ৪ ও ৬ নম্বর ঘাটের পন্টুন দুটি এক পকেট বিশিষ্ট। এ কারণে ওই দুই ঘাটে শুধুমাত্র ইউটিলিটি (ছোট) ফেরি ভেড়ে। অপর তিনটি ঘাটের (৩, ৫ ও ৬ নম্বর ঘাট) পন্টুন তিন পকেটের। চলাচলকারী বড় ফেরিগুলো সেখানে ভেড়ে। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর ভাঙনের কবলে পড়ে পদ্মায় বিলীন হয়ে যায় ৫ নম্বর ফেরিঘাটের একাংশ। তখন থেকে দৌলতদিয়া ফেরিঘাটের গুরুত্বপূর্ণ ওই ৫ নম্বর ঘাটটি বন্ধ হয়ে আছে। রো রো (বড়) ফেরি ভেড়ার উপযোগী তিনটি ঘাটের একটি (৫ নম্বর ঘাট) বন্ধ থাকায় দৌলতদিয়ায় ঘাট সংকট সৃষ্টি হয়েছে। এতে চলাচলকারী বড় ফেরিগুলো সহসা ঘাটে ভিড়তে পারছে না। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি চালু থাকলেও স্রোতের কারণে সেখানে সহসা কোন ফেরি ভিড়ছে না। তাই বড় ফেরির চাপ বেড়েছে ৭ নম্বর ঘাটে। কিন্তু ৭ নম্বর ঘাট পন্টুনে তিনটি পকেট থাকলেও বড় ফেরিগুলো শুধুমাত্র আপ ও ডাউন পকেটে ভিড়তে পারে। সেখানে ভিড়ে থাকা ফেরি আনলোডের পর পূর্ণ লোড নিয়ে ছেড়ে না যাওয়া পর্যন্ত পাটুরিয়া থেকে ছেড়ে আসা অনেক ফেরি ওই ঘাটপন্টুনে ভেড়ার অপেক্ষায় থাকছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘৫ নম্বর ঘাটটি বন্ধ থাকায় দৌলতদিয়ায় বড় ফেরি ভেড়ার উপযোগী ঘাট সংকট সৃষ্টি হয়ে আছে। রো রো ফেরি চলাচলে গুরুত্বপর্ণ ওই ঘাটটি দ্রুত চালু করা খুব জরুরি। ‘ সৌজন্যে- কালের কণ্ঠ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়