প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তির অভিযোগে রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য ও রক্তকন্যা খ্যাত স্মৃতি গ্রেপ্তার
- Update Time : ০৪:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি করার অভিযোগে রাজবাড়ীর রক্তকন্যা খ্যাত সোনিয়া আক্তার স্মৃতি (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। স্মৃতি স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, রাজবাড়ী থিয়েটারের একজন সক্রিয় কর্মী এবং রাজবাড়ী জেলা মহিলা দলের একজন সক্রিয় সদস্য বলেও জানাগেছে।
বুধবার দুপুরে রাজবাড়ী থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে রাজবাড়ী জেলা শহরের ৩ নং বেড়াডাঙ্গার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত স্মৃতি সৌদী প্রবাসী জনৈক খোকনের স্ত্রী।
এর আগে সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আরিফিন চৌধুরী। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির গঙ্গাপ্রসাদপুরের মৃত আখতার উদ্দিন চৌধুরী ছেলে।
মামলার এজাহার সুত্রে জানাযায়, আরিফিন চৌধুরী রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউপি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। (৩১ আগষ্ট) দুপুরে তিনি তার নিজস্ব আইডি দিয়ে ফেসবুক চালানোর সময় ‘Sonya akter smrity’ নামের একটি আইডিতে “একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক ০৩ বারের প্রধানমন্ত্রীকে যেভাবে কুরুচী শীল বক্তব্য দিলেন। দিলেন বললে ভুল হবে, উনি মাঝে মাঝেই এমন দূর্গন্ধ যুক্ত কথা বলেন। তাকে আপনি আপনার জায়গা মানুষ হিসাবে কোন জায়গায় রাখবেন। ?? এই কথাগুলো শুনে তার মন্ত্রীমহোদয়েরা হাত তালি দেয়। ভদ্রতা পারিবারিক শিক্ষা, যেটা ওনাকে কেউ শিখাতে পারে নাই। বাবা/মা সুসন্তান জন্ম না দিলে কবরে গিয়েও গালি শুনতে হয়।” এই রকম গুজবমূলক পোষ্ট দেখতে পান। এতে আওয়ামী লীগ ও অন্যান্য দল সহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিদ্বেষ সৃষ্টি করেছে। এবং এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন শ্রেনীর জনসাধারনের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে সোনিয়া আক্তার স্মৃতি। যে কারণে স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের সাথে আলোচনা করে মামলা করেছেন আরেফিন চৌধুরী।
মামলার বাদী আরিফিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে সোনিয়া আক্তার স্মৃতি তার ফেসবুক আইডি থেকে শুভ জন্মদিন প্রিয় লিখে একটি সাপের ছবি পোষ্ট করেন। তখন তিনি তার প্রোফাইল ঘেটে দেখেন (৩১ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটক্তি করে আরেকটি পোষ্ট দিয়েছেন। আওয়ামী লীগের একজন একনিষ্ঠকর্মী হিসাবে এই পোষ্ট তাকে ব্যাথিত করেছে। যার কারণে (৩ অক্টোবর) রাজবাড়ী সদর থানায় সোনিয়া আক্তার স্মৃতির নামে এজাহার করেন। যার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং ওই মামলাটি আজ রেকর্ড হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তিকারীর এই নারীর সর্বচ্চো শাস্তি হওয়া উচিত।
স্মৃতি’র বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে জেলা বিএনপি’ন সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানিয়েছেন, রক্তকন্যা স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের অন্যতম একজন সদস্য এবং সক্রিয় একজন বিএনপি কর্মী। অথচ মধ্যরাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, স্মৃতি স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। জেলা ও জেলার বাইরে রক্ত দান সংগঠনের মধ্যে অন্যতম রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব। স্মৃতি একনিষ্ট ভাবে অসংখ্য প্রসুতি মাসহ হাজারো মানুষের রক্ত সংগ্রহ করে দিয়ে জীবন বাঁচিয়ে আসছে। তার এই কর্মকান্ড সর্বজন প্রসংশিত। যে কারণে সাধারণ মানুষ তাকে রক্ত কন্যা হিসেবে ডাকে। যে ব্যক্তি স্মৃতির বিরুদ্ধে মামলা করেছে, তিনি ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে স্মৃতি ইসলামের ইতিবাচক এই কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে। তাকে প্রতিহত করতে না পেরে হিংসাত্মকভাবে এ মামলা দায়ের করেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গুজব ও কুটক্তি ছড়ানোর অভিযোগে স্মৃতি নামের এক নারীকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়