রাজবাড়ী সোশিও কালচারাল ফোরামের সভাপতি অহনা ও সম্পাদক নিলয়
- Update Time : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ) -এর নবগঠিত কমিটি (২২-২৩) এর ঘোষণা করা হয়েছে এক অনলাইন বিশেষ সভায়। সভায় সভাপতিত্ব করেন আরএসসিএফ এর প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুর রহমান। সভা শুরু হয় বিদায়ী সভাপতি রিয়াসাদ আকতারের প্রেসিডেন্সিয়াল স্পিচের মাধ্যমে।
পরবর্তীতে আরএসসিএফ -এর উপদেষ্টা ফয়েজুল হক কল্লোল, ফারুক উদ্দীন, আহসান হাবীব হাসু, সুরোজিৎ চক্রবর্তী, মুহম্মদ সাইফুল্লাহ, ও ডা.ইকবাল হোসেন তাদের বক্তব্যে আরএসসিএফ এর বিদায়ী কমিটির সাফল্য তুলে ধরে নতুন কমিটিকে পূর্ণ উদ্যমে কাজ করতে আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন আরএসসিএফ এর প্রধান পৃষ্ঠপোষক নাসিম শফি, পৃষ্ঠপোষক নুরতাজ তাজিয়া ও রাবেয়া লিপি। তাদের বক্তব্যের সময়ও তারা আরএসসিএফ -এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন বছরে সাংগঠনিক ভাবে আরো গতিশীল হতে আহ্বান করেন।
গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার শেষ অংশে ৩০ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের ঘোষনা করেন আরএসসিএফ -এর প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান। সবশেষে নব নির্বাচিত সভাপতি রিফাহ নানজিবা অহনার প্রেসিডেন্সিয়াল স্পিচের মাধ্যমে সভার সমাপ্তি হয়। নতুন কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেনঃ সভাপতি রিফাহ নানজিবা অহনা, জেষ্ঠ্য সহ-সভাপতি (সার্বিক) রাকিবুল ইসলাম হৃদয়, জেষ্ঠ্য সহ-সভাপতি (সমন্বয়) রিফাত হাসান আদর, সহ-সভাপতি (অর্থ ও প্রশাসন) তাবাসসুম আফরিন লিসা, সহ-সভাপতি (সংগঠন ও প্রশাসন) জান্নাতুল ফেরদৌস আখি, সহ-সভাপতি (শিক্ষা ও ক্রীড়া) অনুছোয়া আপন, সহ-সভাপতি (গবেষণা ও আঞ্চলিক সমন্বয়) শাহ মা আরুসা শ্রেষ্ঠা, সহ-সভাপতি (সামাজিক ও সাংস্কৃতিক কার্য্যক্রম) আহনাফ হাসান, সাধারণ সম্পাদক নিলয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত নাসির বুশরা, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিয়া জেবিন, মুখপাত্র সাদ আহম্মেদ সাদী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহসান চৌধুরী ধ্রুব, সহ-সাংগঠনিক সম্পাদক সিনকা সিদ্দিকা ঐশি, অর্থ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, সহ-অর্থ সম্পাদক মোহম্মদ তানভীর, হেড অব একাডেমীক অ্যাফেয়ার্স প্রজ্ঞা দীপ্ত সাহা, হেড অব আইটি এন্ড লজিস্টিকস সুদীপ্ত মণ্ডল, হেড অব কালচারাল অ্যাফেয়ার্স কাঙ্খিতা কুণ্ডু লগ্ন, ডিরেক্টরস অব আর্ট রিফাত জাহান মীম, হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন নূপুর আরওয়া, মিডিয়া ম্যানেজার খন্দকার আরাফাত হোসেন, হেড অব পাবলিকেশন্স এন্ড পাবলিক রিলেশনস রোখসানা খাতুন, হেড অব অফিস এন্ড ডকুমেন্টেসন তাসনিম বিন আজিজ, হেড অব পারফরমেন্স মোহম্মদ তুষার, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট খালিদ সিদ্দিকী অনিক, হেড অব সিকিউরিটি এন্ড সোশ্যাল ওয়ার্ক তুষার দাস, হেড অব রিসার্চ এন্ড ডেভলপমেন্ট এশা বিন হারুন, হেড অব প্রমোশন এন্ড ব্র্যান্ডিং মেহেরুন মাহিন, প্রভাতি হালদার পিউঃ নির্বাহী সদস্য।
আরএসসিএফ এর নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলে রাজবাড়ী জেলার, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়