রাজবাড়ীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা –
- Update Time : ০২:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গভীর রাতে এক প্রবাসীর বসত ঘরে ঢুকে ওই প্রবাসীর সহধর্র্মীনিকে হত্যার চেষ্টা করা হয়েছে। মারাতœক আহত অবস্থায় বিউটি আক্তার (২৫) নামে ওই প্রবাসীর স্ত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৩ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের মূলঘর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও বিউটি আক্তরের শ্বাশুড়ী মোসলিমা পারভীন জানিয়েছেন, তার ছেলে মওদুদ মিয়া পান্না ৯ মাস আগে সৌদি আরব যায়। পান্না ও বিউটি’র সংসারে তাসনিম নামে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাত ৩ টার দিকে তারা বাড়ীর রান্না ঘরে রাখা ছাগলের বাচ্চার দুধ খাওয়ায়। এর পর বিউটি ও তিনি স্ব স্ব রুমে ফিরে যান। তিনি ঘরের প্রবেশ করতে না করতেই পুত্রবধু বিউটির চিৎকার শুনতে পান। দ্রুত এসে দেখেন অজ্ঞাত দূর্বৃত্তরা তার পুত্রবধুর গলা ও ডান হাত কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। তার ধারনা তারা যখন ছাগলের ঘরে ছিলেন তখন সুযোগ বুঝে দূর্বত্তরা বিউটির ঘরে অবস্থান করে এবং বিউটিকে আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিউটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী থানার এসআই নুরুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়