রাজবাড়ীর সুলতানপুরে ৯৫৯ ভোট পেয়ে জামানত হারালেন নৌকা প্রার্থী –
- Update Time : ০৯:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বিচ্ছন্ন দু একটি ঘটনা ছাড়া উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউপি নির্বাচনের ভোট গ্রহন ও ফলাফল ঘোষণা।
এ নির্বাচনে ১৪ ইউপির ৬টিতে জিতেছে ক্ষমতাশীন আওয়ামী লীগের (নৌকা) ও ৮টিতে সতন্ত্র প্রার্থী। এরমধ্যে বানিবহ ইউপিতে আওয়ামী লীগের শেফালী আক্তার বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে সুলতানপুর ইউপিতে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ (নৌকা) চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান চুন্নুর ভরাডুবি হয়েছে। তিনি পেয়েছেন মাত্র ৯৫৯ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবং এতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানাগেছে, সুলতানপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ লুৎফর রহমান চুন্নু (নৌকা), বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া (মোটর সাইকেল), খালিদ হোসেন মুন্সী (আনারস), হাবিবুর রহমান (হাত পাখা) , আশিকুর রহমান সচিব (ঘোড়া), জালাল উদ্দিন (মোল্লা চশমা)। ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৫৪ জন। বৈধ ভোট হয়েছে ১১ হাজার ৭৭৩টি। এরমধ্যে সতন্ত্র প্রার্থী আশিকুর রহমান সচিব (ঘোড়া) প্রতীক নিয়ে ৪ হাজার ৮৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রার্থী হয়েছেন জালাল উদ্দিন মোল্লা। তিনি(চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৬০ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ লুৎফর রহমান চুন্নু (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯৫৯ ভোট।
নাম প্রকাশে অনিইচ্ছুক সুলতানপুর ইউপি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলেন, ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক হলেই নির্বাচন করতে উঠে পড়ে লাগে ওই নেতা। আসলে সে কি যোগ্য, নাকি অযোগ্য। তা ভাবেন না। আবার তারা জনপ্রিয়তা ছারাই মনোনয়ন পাচ্ছে। যার কারণে সুলতানপুরে নৌকার এমন ভরাডুবি। শুধু তাদের ইউনিয়ন না, অনেক ইউনিয়নেই নৌকার এমন অবস্থা। তাই আগামীতে আওয়ামী লীগের মান রাখতে ব্যক্তির জনপ্রিয়তা যাচাই বাছাই করে নৌকা প্রতীক দিতে নেতাদের অনুরোধ জানান।
জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, সাড়ে ১২ শতাংশের নিচে ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। সুলতানপুরে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, ১৪ ইউপিতে যারা নির্বাচিত হলেন, মিজানপুরে আওয়ামী লীগের আমিন উদ্দিন আহম্মেদ টুকু মিজি (নৌকা), বরাটে (সতন্ত্র) কাজী সামসুদ্দিন (আনারস), দাদশীতে (সতন্ত্র) দোলোয়ার শেখ দেলো (আনারস), পাঁচুরিয়ায় (সতন্ত্র) মজিবুর রহমান রতন (আনারস), চন্দনীতে আওয়ামী লীগের আব্দুর রব (নৌকা), খানগঞ্জে আওয়ামী লীগের শরিফুর রহমান সোহান (নৌকা), আলীপুরে (সতন্ত্র) আবু বক্কর সিদ্দিক (আনারস), খানখানাপুরে (সতন্ত্র) একেএম ইকবাল হোসেন (চশমা), শহীদওহাবপুরে আওয়ামী লীগের নূর মোঃ ভূইয়া (নৌকা), মুলঘরে আওয়ামী লীগের শেখ মোঃ ওহিদুজ্জামান (নৌকা), সুলতানপুরে (সতন্ত্র) আশিকুর রহমান (ঘোড়া), বসন্তপুরে জাকির হোসেন (মোটর সাইকেল), রামকান্তপুরে (সতন্ত্র) রাজিব মোল্লা বাবু (মোটর সাইকেল)।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪ , সাধারন ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ৪৩৩ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়