রাজবাড়ীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতে অভিযান, ৬ জনের জরিমানা –
- Update Time : ১১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ। এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পদ্মা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “উপজেলা টাস্কফোর্স কমিটি” এর আওতায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার। এ অভিযানে আরও অংশ নেন জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রোকনুজ্জামানসহ পাংশা থানা পুলিশের সদস্যরা।
এসময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ আহরণ করার অপরাধে ৬ জনকে ছয়টি মামলায় ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়