ফুলেল শুভেচ্ছায় কর্মস্থলে যোগ দিলেন রাজবাড়ীর করোনাজয়ী ২ পুলিশ কনষ্টেবল! –
- Update Time : ১১:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পেশাগত কাজ করতে গিয়ে রাজবাড়ীর কালুখালী থানার ওসিসহ ৩ জন পুলিশ কনষ্টেবল ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে দুই জন কনষ্টেবল সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যে কারণে আজ সোমবার দুপুরে করোনা বিজয়ী ওই দুই পলিশ কনষ্টেলকে অভিনন্দনের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানিয়ে কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করে দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সে সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ফজলুল করিম জানান, গত ২৩ মে জেলার গোয়ালন্দ থানার পুলিশ কনষ্টেবল মুন্নু শেখ ও গত ৩০ মে কালুখালী থানার পুলিশ কনষ্টেবল মোঃ বেলাল চৌধুরী করোনায় আক্রান্ত হয়। তাদেরকে আক্রান্তের দিন থেকেই রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রাখা হয়। সেই সাথে পুলিশ সুপারের নেতৃত্বে তাদের সুস্থতা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়। অবশেষে তাদের তৃতীয় দফা করোনা নেগেটিভ আসার পাশাপাশি তারা সুস্থ হয়ে ওঠেন।
তিনি আরো বলেন, তাদের মনবল ফিরিয়ে আনতে এবং উৎসায়িত করতে পুলিশ সুপারের কার্যালয়ে ফুল দিয়ে তাদের বরণ করে নেন পুলিশ সুপার। সে সময়ে করোনা মুক্ত হওয়া পুলিশ সদস্যরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আইসোলেশনে থাকার সময় তাদের খোজখবর নেওয়া ও চিকিৎসার সুব্যবস্থা করায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়