রাজবাড়ী পৌরসভায় সহায়তা পাবেন ৫ শ মা
- Update Time : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / ১৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার আওতাধীন ৫শ জন মহিলা কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা পাবেন।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদার সহায়তা তহবিল কর্মসূচীর জেলা কমিটির ভাতাভোগী চুড়ান্ত নির্বাচন সভায় এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পৌরসভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ন চক্রবর্তী, এনজিও সংগঠন রাস-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমূখ।
সভায় জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে- আগামী ৩ বছরের জন্য ৫শ মহিলাকে ৮শ টাকা করে সহায়তা দেওয়া হবে। যাচাই-বাছাই শেষে এ ৫শ জনকে চুড়ান্ত করা হয়েছে। এছাড়াও জেলা উপজেলায় পর্যায়েও এ সুবিধা দেওয়া হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়