রাজবাড়ীতে মহান মে দিবস পালিত –
- Update Time : ০৭:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও” এই প্রদিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ রাজবাড়ী শাখার সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, (রাজস্ব) আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকমীরা।
র্যালীতে জাতীয় শ্রমিকলীগ রাজবাড়ী জেলা শাখা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়