রাজবাড়ীতে ইয়াবা সেবনের দায়ে কারারক্ষি বরখাস্ত,বিভাগীয় মামলা দায়ের-
- Update Time : ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইয়াবা সেবন করার দায়ে রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষি মেহের নবীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
জানাগেছে, মেহের নবী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বদলী হয়ে রাজবাড়ী জেলা কারাগারে আসেন ৯মাস আগে। তবে সে যোগদান করার পর থেকে তার চালচলন সকলের কাছে ব্যতিক্রম মনে হতে থাকে। এক পর্যায়ে জেলা কারাগারের কর্মকর্তাসহ অন্যান্য কারারক্ষিরা বুঝতে পারেন মেহের নবী একজন মাদক সেবনকারী। সাম্প্রতিক সময়ে তার মাদক গ্রহণের বিষয়টি মাত্রা ছাড়িয়ে যায়। গত শনিবার সে হাতে নাতে ধরা পরেন।
গতকাল সোমবার বিকালে জেলা সুপার আনোয়ারুল করিম জানান, মেহের নবীর মাদক গ্রহণের বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয়। যে কারণে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে তিনি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করেছেন।
কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ( ডিআইজি) তৌহিদুল ইসলাম জানান, রাজবাড়ী কারাগারের কারারক্ষী মেহেন নবীর বিরুদ্ধে কারাগারে ইয়াবা সেবনের অভিযোগ ওঠে। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্তে কারারক্ষী মেহেন নবীর বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ প্রামানিত হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় গত শনিবার তাকে সাময়িক বরখাস্ত করার পর বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, দেশের অন্যান্য কারাগারে দায়িত্ব অবহেলা ও মোবাইল সেট ব্যবহার করায় কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জুয়েল খান, সুরুজ্জামান ও শাওন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়