আমি মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই – রাজবাড়ীর এসপি –
- Update Time : ১০:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ কল্যান সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পুলিশ লাইন্সের ড্রিল সেডে ওই সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর নবনিযুক্ত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন, গোয়ালন্দ থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম, কালুখালী থানার ওসি আমিনুল ইসলাম, ডিআইও ওয়ান জহুরুল ইসলাম, টিআই আবুল হোসেন গাজী, টিআই মৃদুল রঞ্জন দাস, পাংশা হাইওয়ে থানার ওসি শেখ মাহাফুজার রহমান, পরিদর্শক নাজমুল হুদা, ওবায়দুর রহমান,জিয়ারুল ইসলাম, কাজী জিল্লুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল তায়েবুর, আব্দুল মান্নান মিয়া, আর আই শাহ আলমসহ বিভিন্ন থানার কয়েক শতাধিক এসআই, এএসআই, নারী ও পুরুষ কনেষ্টবলরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, জনগনের কথা শুনতে হবে। তাদের সমস্যার সমাধান করতে হবে। চেইন অফ কমান্ড মানতে হবে। গুরুত্বপূর্ণ ডিউটি চলাকালে সতর্ক থাকতে হবে। মনোযোগ ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, নির্ভয়ে সমস্যার কথা বলতে হবে, সমস্যা নিয়ে কোন ভাল কাজ করা যায় না। আমি মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে চাই। ফলে আমি আপনাদের ভাল রাখবো, আর আপনারা পেশাদারিত্বেও সাথে কাজ করে সকলকে ভাল রাখবেন। কোন পুলিশ সদস্যসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা অথবা অনৈতিক কাজের খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এক সাথে থাকলে অনেক কিছু করতে পারবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়