বালিয়াকান্দিতে নিখোঁজের ৪দিন পর ডোবা থেকে কৃষকের লাশ উদ্ধার –
- Update Time : ০৭:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামে নিখোঁজের ৪দিন পর বাড়ীর অদুরে ডোবা থেকে এক কৃষকের লাশ পুলিশ শুক্রবার দুপুরে উদ্ধার করেছে। ওই কৃষকের নাম, জালাল মোল্যা (৪৫)। তার পিতার নাম, মৃত আব্দুল আজিজ মোল্যা। বাড়ী উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামে।
এলাকার লোকজন জানান, জালাল মোল্যা বাবার জমিজমা থাকার কারণে কাজ না করে ঘুরে বেড়াতো। কিছুদিন যাবৎ বিদেশ যাওয়ার জন্য ঘুরছিল। ৫ মার্চ সে বিদেশ যাওয়ার তারিখও দিয়েছিল। হঠাৎ শুক্রবার তার লাশ পাওয়া যায়।
নিহতের সেজো ভাই দুলাল মোল্যা জানান, তার ছোট ভাই জালাল মোল্যা বিয়ে করেনি। বাবার জমিজমা ভাগবাটোয়ারা করে নিয়ে লীজ দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করে আসছিল। গত সোমবার বিকালে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়। তারপর আর বাড়ীতে ফিরে আসেনি। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ীর পাশে পরিত্যক্ত ভিটার ডোবায় তার লাশ লোকজন দেখতে পায়। থানা পুলিশ লাশটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরন করেছে। তার মাথায় ও গলায় আঘাতের চিহৃ রয়েছে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মজিবর রহমান জানান, বাড়ীর পাশের ডোবা থেকে জালাল মোল্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিয়ারুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ প্রদান করেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়