কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম –
- Update Time : ১০:২১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
লিটন চক্রবর্তী, রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অন্যান্য দেশে যে ভাবে নির্বাচন হয়, আমাদের দেশে সে ভাবেই সংবিধান অনুযায়ী বিজয়ের মাসেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিকালে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই, সংবিধানের বাইরে কারো যাবার অধিকার নাই। এমনকি শেখ হাসিনারও যাবার অধিকার নাই।
বিএনপি নেত্রীকে উদ্দেশ্যে করে নাসিম বলেন, নির্বাচনকালীন সরকারের অধিনে নির্বাচন হচ্ছে। জনগনকে যদি ভয় না পান তাহলে কেন নির্বাচনে আসবেন না। নির্বাচন হবে এবং মাঠে খেলা হবে। সেখানে যে জিতবে সেই ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। আমরা খোলা মাঠে খেলা বিশ্বাস করি গোপন খেলা বিশ্বাস করি না। সম্প্রতি রংপুর ও কুমিল্লা নির্বাচন হয়েছে এতে হেরে গিয়েও আমরা মেনে নিয়েছি। তার মানে দেশে নির্বাচন হবে জনগণ ভোটও দেবে।
তিনি আরো বলেন, চিকিৎসক সংকট থেকে মুক্তির জন্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে একসাথে ৫ হাজার ডাক্টার নিয়োগ দেওয়া হবে।
এসময় রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ী ২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।
পরে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে কালুখালী উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী।
এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়