রাজবাড়ীর প্রধান ডাকঘর থেকে প্রতারনার শিকার হলো ব্যবসায়ী স্ত্রী-
- Update Time : ০৬:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর প্রধান ডাকঘরে অভিনব প্রতারনার ঘটনা ঘটেছে। প্রতারকরা এক নারী গ্রাহকের কাছ থেকে নগদ ৬৪ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। প্রতারনার শিকার নারীর নাম পারুল আক্তার (৩৫)। পারুল রাজবাড়ী জেলা শহরের ৩নং বেড়াডাঙ্গা গ্রামের ব্যবসায়ী বিল্লাল হোসেনের স্ত্রী।
প্রতারনার শিকার পারুল আক্তার বলেন, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে তিনি রাজবাড়ীর প্রধান ডাকঘরে আসেন ১লাখ ৭০ হাজার টাকা নিজ একাউন্টে জমা দিতে। ডাকঘরের পিও অপারেটর মিথিলা কবির খানের কাছে ওই টাকা জমা দিতে চাইলে তিনি টাকা নিয়ে সরসরি ট্রেজারীতে জমা দিতে বলেন। টাকার বান্ডিল হাতে নিতেই মধ্যবয়স্ক জনৈক এক ব্যক্তি তাকে বলেন, ওই টাকার বান্ডিলে জাল টাকা রয়েছে বলে তার মনে হচ্ছে। কৌতুহল দুর করতে তিনি ওই ব্যক্তিকে টাকার দুইটি বান্ডিলই দিয়ে দেন এবং ডাকঘরের কাউন্টারের সামনের ব্রেঞ্চিতে বসে ওই ব্যক্তি টাকা গুলো বান্ডিল থেকে খুলে একটি একটি করে দেখতে থাকেন। সে সময় তিনি তার পূর্ব পরিচিত এক মহিলার সাথে একই ব্রেঞ্চিতে বসে কথা বলছিলেন। এক পর্যায়ে লোকটি তার হাতে টাকার বান্ডি দিয়ে বলে নাহ কোন জাল নোট নেই। তিনি টাকা গুলো নিয়ে ফের কাউন্টারের সামনে যেতেই ওই লোকটি সটকে পরে। এর পর টাকা গুলো গুনে দেখা যায় তাতে ৬৪ হাজার টাকা কম রয়েছে। এর পর তিনি কান্নায় ভেঙ্গে পরেন।
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোষ্টমাস্টার বিএম নাজমুল হুদা বলেন, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় তিন জন প্রতারক কাউন্ডারের সামনে অবস্থান করছিলো। তারা সুকৌশলে পারুল আক্তারের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে। ভিডিও ফটেজ থানা পুলিশকে দেখানো হয়েছে।
রাজবাড়ী থানার ওসি তারেক কামাল জানান, পারুল বেগমের বোকামির সুযোগে তার ৬৪ হাজার টাকা খোয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে প্রতারকদের খুজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়