ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য পাংশার ইমন ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

- Update Time : ১০:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ৩৭০ Time View
শাহিন রেজা, স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহরের একটি বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর অন্যতম সদস্য মোঃ ইমন মন্ডল (১৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সাথে দেশীয় তৈরী তিনটি সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। ইমন মন্ডল জেলার পাংশার কলিমহর ইউনিয়নের পূর্বপাড়ার মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডলের ছেলে।
জানাগেছে, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারে নেতৃত্বে এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ওই ইউনিয়নের মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডলের বাড়ীতে এই অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরে পাংশা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ওসি স্বপন কুমার মজুমদার জানান, সন্ত্রাসী সম্রাট দীর্ঘ দিন ধরে প্রতিবেশি দেশ ভারতে পালিয়ে রয়েছে। তবে সেখান থেকেই সে তার বাহিনী পরিচালনা করে আসছে। গ্রেপ্তার হওয়া ইমন সম্রাট বাহিনীর অন্যতম সদস্য। গ্রেপ্তারের পর ইমন জিজ্ঞাসাবাদ স্বীকার করে তার নিকট সম্রাট বাহিনীর তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো তার বসত বাড়ীর পশ্চিম পাশে থাকা আপন চাচা মোঃ নাছির উদ্দিন মন্ডলের পুকুরের উত্তর পাড়ের পশ্চিম কোনায় ঘাসের ভিতর লুকিয়ে রাখা রয়েছে। তার দেয়ো তথ্যের ভিত্তিতে পরে সেখানে থাকা একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে দেশীয় তৈরী তিনটি সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়