গোয়ালন্দ উপজেলা, পৌর এবং কলেজ শাখা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
- Update Time : ০৫:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ৮৬ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ ছাত্রলীগ, গোয়ালন্দ উপজেলা শাখা’র সম্মেলন -২০২৪ উপলক্ষে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা ছাত্রলীগের কমিটি, পৌর ছাত্রলীগের কমিটি এবং কলেজ ছাত্র লীগের কমিটি।
গত শুক্রবার (১৪ জুন) বিকালে গোয়ালন্দ শহরের শহিদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ সম্মেলন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রেলপথমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম (এমপি)। সম্মেলনে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান।
সন্মানিত অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ-সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়মীলীগের অন্যতম সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী।
আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ)।
সন্ধ্যায় সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি শহিন শেখ বলেন, আজকে এখানে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হচ্ছে না। পদপ্রত্যাশী নেতাদের জমা দেওয়া জীবনবৃত্তান্ত ও বিভিন্ন কার্যক্রম বিবেচনা করে সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে পরে কমিটি ঘোষণা দেওয়া হবে। এতে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
দীর্ঘদিন পর গত শুক্রবার বিকেলে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর আনছার ক্লাব চত্ত্বরে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন পদ প্রত্যাশীরা তাদের সমর্থকদের নিয়ে সম্মেলন শুরুর অনেক আগে থেকেই বাহারী পোষাক পড়ে সম্মেলনস্থলে জমায়েত হয়। বিকেল চারটার দিকে শুরু হয় সম্মেলন। চলে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখের সভাপতিত্বে শুরু হয় সম্মেলনের ২য় পর্ব কাউন্সিল অধিবেশন। শুরুতেই বর্তমান গোয়ালন্দ উপজেলা, গোয়ালন্দ পৌর ও সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর শুরু হয় নতুন কমিটি নিয়ে আলোচনা। কিন্তু আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এক্যমতে পৌঁছাতে না পারায় কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় কাউন্সিল অধিবেশন।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, গোয়ালন্দে ছাত্রলীগের তিনটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নতুন কমিটি ঘোষণা না করেই কাউন্সিল অধিবেশন শেষ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দ উপজেলা, গোয়ালন্দ পৌর ও সরকারী কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়