পাংশায় দুর্বৃত্তদের গুলিতে গ্রাম পুলিশ গুরুত্বর আহত
- Update Time : ০৭:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলাম শেখ (৩৫) নামে গ্রাম পুলিশ আহত হয়েছেন। গুরুতর আহত মনিরুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের করম শেখের ছেলে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গ্রাম পুলিশের মামাতো ভাই হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৫/৬ জন লোক ভাইয়ের বাড়িতে প্রবেশ করে মারধর করেন। এক পর্যায় তার পায়ে কয়েকটি গুলি করে। তাঁর কাছে কোন চাঁদা দাবির কথা বলেনি। গুলি করার সময় সন্ত্রাসীরা মনিরুলের কাছে কোন কিছু বলেনি। গুলি করে তারা পালিয়ে যায়। তার পায়ে অস্ত্রপাচার করা হয়েছে। চিকিৎসকরা তার পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাম পুলিশ বলেন, পাংশা কলিমোহরে সাধারণ মানুষ নিরাপদ নয়। বর্তমানে গ্রাম পুলিশকে গুলি করা হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা এই চাকুরি ছেড়ে দিতে চাই।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজ্জাক ও রেজাউল নামে দুই ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। রেজাউলের স্ত্রী বিষয়টি গ্রাম পুলিশ মনিরুলের কাছে অবহিত করেন। এই বিষয়কে কেন্দ্র করে তাকে গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়