ঘটনাস্থল-পাংশা : এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরা হলো না সৌরভের
- Update Time : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৫৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাড়ী ফেরার পথে পুকুরে গোসল করতে নেমে আর উঠে আসা হলোনা সৌরভ হোসেন (১৭)-এর। ওই পুকুরের পানিতেই প্রাণ গেছে তার। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সৌরভ পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের রিকশা ভ্যান চালক আফজাল হোসেনের ছেলে।
সৌরভের মামা শামিম হোসেন জাননিয়েছেন, তার বোনের ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের মধ্যে সৌরভ ছিলো সকলের ছোট। সে পাংশা উপজেলা শহরের পাংশা জজ স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিলো। আজ মঙ্গলবারও পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে ৩জন বন্ধু বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। বাড়ী ফেরার পথেই রয়েছে পাংশা উপজেলা পরিষদের বড় আকৃতির একটি পুকুর। ওই পুকুরে গোসল করতে নামে সৌরভ। সে সময় অপর দুই বন্ধু থাকে পুকুর পারে। সৌরভ সাঁতরিয়ে এক ঘাট থেকে অপর ঘাটে যাবার চেষ্টা করে। বিপরীত ঘাটে পৌছানোর কিছু আগে হঠাৎ করেই সে ডুবে যেতে শুরু করে। সে সময় বন্ধুরা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও পানির গভীরতা বেশি থাকায় তারা তাকে আর খুজে পায়নি। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলেও তত সময়ে তার প্রাণ থেমে যায়। এ ঘটনার পর তার সহপাঠি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়