রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক হতে চান ৩০ জন
- Update Time : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় আয়োজিত মতবিনিময় সভা শেষে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়।
জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ও উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পী।
এ সময় সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ২১ জন সহ জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন মোট ৩০ জন পদ প্রত্যাশী।
সভাপতি পদে জাহিদুল ইসলাম, সামছুল সালেহীন অপু, জালাল পাঠান, সাজিদ মাহমুদ খায়রুল, জাকির হুসাইন, আরিফ শেখ, শাহিন শেখ, কামাল খান, আরফানুল হক অন্তর এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরান, রুহুল আমিন, রিয়াদ রায়হান ইফতি, জুয়েল রানা, খন্দকার সাদমান সাকিব রাফি, অর্নব, দেব জ্যোতি নাগ, কাউসার মাহমুদ, মনিরুজ্জামান শুভ, শফিকুল ইসলাম, রাকিব শেখ, জুয়েল হোসেন, রবিউল ইসলাম মুন্নু, সমিক মন্ডল, সাব্বির হাসান, জুবাইয়ের, আল আমিন বিশ্বান নয়ন।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সহ-সভাপতি নাহিদুল আলম রাজু প্রমূখ।
এ সময় জেলার পাঁচ উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীসহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়