রাজবাড়ীতে লিচু গাছ থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

- Update Time : ১১:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে লিচু গাছ থেকে পড়ে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম আনছের আলী মোল্লা (৫৮)। তিনি রাজবাড়ী পৌরসভার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। চার মেয়ে ও এক ছেলে সন্তানের জনক আনছের আলীর বাবার নাম ইসমাইল মোল্লা।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের একটি বাগান রয়েছে। গত রবিবার মই দিয়ে বাগানের লিচু গাছ থেকে লিচু পাড়ছিলেন। এসময় মইয়ের ওপরের অংশ ভেঙে তিনি পড়ে যান। এতে তিনি শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার কর রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার পর তারা রাজবাড়ীতে ফিরছিলেন। পথে মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
প্রসঙ্গত, তিনি শ^াসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বাড়ির গৃহস্থালীর কার্জকর্ম করে জীবিকা নির্বাহ করতেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়