রাজবাড়ী-১ আসনের জামায়াতের প্রার্থী এ্যাডঃ নূরুল ইসলাম

- Update Time : ১১:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষনা করা হয়েছে। প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসজিশে সুরার সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম-এর নাম।
আজ শনিবার দুপুরে ফরিদপুরের মধুখালীতে ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক এএইচএম হামিদুর রহমান আজাদ। তিনি সে সময় ফরিদপুর-১, গোপালগঞ্জ-৩ এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাম ঘোষনা করেন।
জানাগেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসজিশে সুরার সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম ১৯৭৮ সালে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করেন। ১৯৭৯ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ১৯৯১ সালে ও ১৯৯৩ সালে তিনি রাজবাড়ী-১ আসনের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন। ১৯৮৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জেলা জামায়াতের সেক্রেটারী এবং ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কেন্দ্রীয় মসজিশে সুরার সদস্য ও রাজবাড়ী জেলা শাখার আমীরে দায়ীত্ব পালন করছেন। তিনি জেলার গোয়ালন্দ পৌরসভার ৭নং নং ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ার বাসিন্দা। তিনি জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় বসবাস করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। ১৯৮৯ সাল থেকে তিনি রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের অন্যতম একজন সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়