রাজবাড়ীতে চরমোনাই গামী ওরসের বাস উল্টে চালক নিহত, আহত ১৫ –
- Update Time : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেটের কাছ ওরসের একটি বাস উল্টে চালক নিহত হয়েছে। বাসের আরো ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর। তারা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের সবার বাড়ী পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে।
বৃহষ্পতবিার ভোরের দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার চাঁদপুর রেলগেটের কাছে এদুর্ঘটনা ঘটে। নিহত চালক নাজমুল(৩৫) এর বাড়ী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। বাসটি পাবনা থেকে বরিশালের চরমোনাই পীরের ওরসে যাচ্ছিল। গতরাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেরে আসে।
পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান, ধরনা কর হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিল। তখন নিয়ন্ত্রন হাড়িয়ে সড়কের পাশে বাসটি উল্টে যায়। ঘটনা স্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়