রাজবাড়ীর পাঁচুরিয়াতে চেয়ারম্যান প্রার্থীর ভাতিজাকে তুলে নিয়ে যাবার অভিযোগ –
- Update Time : ০৯:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ ধাপে আগামী ২৬ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আলাল খান। তার বাড়ী একই ইউনিয়নের আড়পাড়ায়। ওই বাড়ী থেকে সোমবার সকাল ১১টার দিকে প্রার্থী আলালের ভাতিজা ও স্থানীয় ভান্ডারিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র রবিউল ইসলাম খানকে দু’টি প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ৯৯৯-এ জানানোর পর রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ওই ছাত্রকে উদ্ধার করে তার অভিভাবকদের হাতে তুলে দিয়েছে।
ওই ছাত্রের বাবা জালাল খান জানিয়েছেন, এ ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীরের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, সকাল ১১টার দিকে ২টি প্রাইভেটকারে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, কাজী আলমগীরের শ্যালক সুমন কাজী, মামাতো ভাই প্রিন্সসহ ৫ জন তাদের বাড়ীতে প্রবেশ করে এবং জোড়পূর্বক তার ছেলেতে ওই প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। ওই সময় অপহরণকারীরা রবিউলকে দিয়ে বাড়ীর লোকদের কাছে ফোন করিয়ে বলায়, “যদি চাচা আলাল খান মনোনয়পত্র প্রত্যাহার না করে তাহলে তাকে ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেবে”। যে কারণে তারা বিষয়টি ৯৯৯-এ কল করে জানায়। পরবর্তীতে একই ইউনিয়নের মুকুনদিয়া ক্লাব ঘরের সামনে থেকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা উদ্ধার করে মা রিনা বেগমের হাতে তুলে দেয় ছাত্র রবিউলকে।
এ প্রসঙ্গে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর জানিয়েছেন, এরশাদ, সুমন কাজী ও প্রিন্সরা মূলত ছাত্র রবিউলকে তার বাড়ী থেকে মুকুনদিয়া ক্লাব ঘরে এনেছিলো নির্বাচনের বিষয়ে কথা জন্য। অপহরণ বা অন্য কিছু নয়। পরে পুলিশ এলে রবিউলকে তার মায়ের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে কথা বলার জন্য রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ-এর মুঠো ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামান জানিয়েছেন, ৯৯৯ থেকে কাল পাওয়ার পর পরই থানা পুলিশের সদস্যরা ছাত্র রবিউলকে উদ্ধার করে তার অভিভাবকদের হাতে তুলে দিয়েছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়