ঈদ পরবর্তী রাজবাড়ীর পদ্মা পারে বিনোদন প্রেমিদের ভীর –
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2023/08/icon.png)
- Update Time : ০৫:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ঈদ সহ বিভিন্ন উৎসবে বিনোদন প্রেমীদের বিনোদনের তেমন কোন স্থান না থাকায় পদ্মার পার গোদার বাজারে হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে। গত কয়েক বছরের পদ্মার ভাঙ্গনে এ স্থানে অবস্থিত টাউন প্রটেকশন বাঁধ সহ বিনোদনের জন্য তৈরী ছাতা ও পাকা ব্রেঞ্চ গুলো নদী গর্ভে বিলীন হলেও এখানে নানা উৎসব গুলোতে মানুষের পদচারনা লেগেই থাকে। খানিকটা প্রশান্তির পরশ পেতে এ স্থানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঘুরতে আসেন সময় অসময়ে ও উৎসব গুলোতে। উৎসব গুলোতে গোদার বাজার পদ্মার পারের এ স্থানে দর্শনার্থীদের ভীর লেগেই থাকে বেশ কয়েকদিন। বিভিন্ন জেলা থেকেও ঘুরতে এসেছেন অনেকেই।
রাজবাড়ী জেলার ৫টি উপজেলার কোন স্থানেই বিনোদনের তেমন কোন স্থান নেই। পদ্মার শীতল হাওয়া বিনোদন প্রেমীদের কাছে প্রশান্তির ছোয়া দেয় বলে সব শ্রেনীর মানুষ একটু প্রশান্তি ও বিনোদন পেতে এখানে আসেন। তবে বছরে দুটি ঈদ, পহেলা বৈশাখ, সহ নানা উৎসবে মানুষের ভির থাকে সবচেয়ে বেশি। ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন গোদার বাজার এলাকার পদ্মার পারে হাজার হাজার মানুষ ঘুরতে আসছেন। শুধু প্রেমিক যুগলরাইএখানে আসেন না, এখানে মধ্য বয়সি, শিশু, বৃদ্ধ সব শেনীর মানুষ প্রশান্তির পরশ বুলাতে ভির করেন। দোকানিরাও বিভিন্ন ধরনের খাবার পরিবেশনে দোকান সাজিয়ে বসেন। দোকানিদের বেচা বিক্রিও বেশ ভালো হয় মানুষের পদচারনায়। উৎসবকে ঘিরে নাগোর দোলা, নৌকা দোল ও চরকী ঘোরা সহ নানা ধরনের বিনোদনের পরশ পেতে ছোট শিশু সহ সবাই এখানে দোল খেতে ভির করেন এবং দোল খেতে উঠেন এসব বাহনে। ভালোলাগার কারনে সন্ধ্যা হয়ে আসলেও এখানে সময় কাটাতে দেখা গেছে দর্শনার্থীদের।
এখানে ঘুরতে আসা বিনোদন প্রেমীরা বলেন, রাজবাড়ী জেলার কোন স্থানেই বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় পদ্মার পার গোদার বাজার এলাকায় তারা ঘুরতে আসেন। তবে এখানে প্রশান্তির একটা ভালো স্থান বিধায় তারা ঈদ সহ বিভিন্ন উৎসবে এখানে আসেন। তাছাড়া পদ্মার পাড়ে আসলে মনের একটা বড় পরিবর্তন হয় তাই দুর দুরান্ত থেকে এখানে আসেন বিনোদন প্রেমীরা। অনেকে জেলার বাইরে থেকেও এখানে ঘুরতে এসেছেন একটু প্রশান্তির জন্যে। এ স্থানে বিনোদনের জন্য সরকারের পক্ষ থেকে উন্নয়ন কাজ করা হলে তাদের বিনোদনে আরো একটু ভালো হত বলে জানান ঘুরতে আসা দর্শনার্থীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়