প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন পোশাক পেল দৌলতদিয়া যৌনপল্লীর ৬৫২ শিশু –

- Update Time : ১০:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ২৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া যৌনপল্লীর ৬৫২ শিশুকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ঈদ উপলক্ষে নতুন পোশাক দেয়া হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন শহীদ মিনার চত্ত্বর হতে এ পোষাকগুলো বিতরন করেন জেলা প্রশাসক দিলশাদ বেগম।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক মামুনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,যৌনকর্মী ও তাদের শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘মুক্তি মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।
এ বিষয়ে যৌনপল্লীর শিশুদের সংগঠন ‘চাইল্ড ক্লাবের ‘ সহ সভাপতি বিজয় খান জানান,আমি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নতুন পোশাক পেয়েছি। এটা আমার জীবনের সেরা উপহার।দেশের প্রধানমন্ত্রী আমাদের দিকে নজর দিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি।সেই সাথে আমাদের এ পল্লীর সকল শিশু ঠিকমতো যেন লেখাপড়া শিখে সুন্দর জীবন লাভ করে এবং মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে তার নিকট সেই দাবি জানাচ্ছি।
এসময় জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়েছে যৌনপল্লীর বাসিন্দারা। যৌনপল্লীর শিশুরা যেন হাসি মুখে ঈদ পালন করতে পারে এজন্য আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করি। এখানকার শিশুদের জন্য এ ঈদ উপহার বরাদ্দ দেয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।তিনি এখানকার শিশুদের জন্য আরো অনেক কিছু করতে চান বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়