রাজবাড়ী পৌর নির্বাচন : আজও ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা –

- Update Time : ১০:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আজও ১জন সংরক্ষিত ও ৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এনিয়ে শনিবার (১৬ জানুয়ারী) বিকাল ৫টা পর্যন্ত রাজবাড়ী পৌরসভা নির্বাচনে ১ জন মেয়র , ১১ জন সংরক্ষিত ও ৩২ জন সাধারন কাউন্সিল তাদের সমর্থক নিয়ে পৌরসভা নির্বাচন রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন।
আজ রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, রিপন মন্ডল, ২ নং ওয়ার্ডের আতিকুর রহমান ফরদি, ৪নং ওয়ার্ডের লিপটন হাসান রিতুলসহ ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ দফা পৌর নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত কবে। আগামীকাল ১৭ জানুয়ারী যার মনোনয়পত্র জমাদানের শেষ দিন। এ নির্বাচনে আলোচনার কেন্দ্র বিন্দু এখন রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থীরা। তবে আজ পর্যন্ত সতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে আলমগীর শেখ তিতু মনোনয়ন পত্র জমা দিয়ে আলোচনা কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছেন।
তাই আগামীকাল মনোনয়ন জমা দেয়ার শেষ দিনের দিকে তাকিয়ে পৌরবাসী এবং কে হবেন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কান্ডারী।
অপরদিকে আগামীকাল আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, বিএনপির তোফাজ্জেল হোসেনসহ কয়েকজন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে একাধিক দলীয় সুত্রে বিষয়টি জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়