রাজবাড়ীতে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ –

- Update Time : ০৬:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ১২০ জন অসহায়, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে আঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দক্ষিণ ভবানীপুর আঞ্জুমান মুফিদুল ইসলামের জেলা শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সাধারন সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, যুগ্ম-সম্পাদক হাফিজ আল আসাদ, মোঃ আবু জাফর, কোষাধ্যক্ষ আবু দাইয়ান জাহাঙ্গীর, সদস্য হাফেজ সফিকুল ইসলাম, ইঞ্জিঃ আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক প্রমূখ।
আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার সাধারন সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু জানান, তাদের কাজে সবার সহযোগিতা প্রয়োজন। আজ ৩ দিনের একটি পচা বেওয়ারিশ লাশ দাফনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে দিয়েছে। কিন্তু লাশটি যদি আগে দিতো তাহলে ভাল লাশ দাফন করতে পারতেন। তারপরও সেই লাশটির যথাযথ কার্যক্রম সম্পন্ন করে দাফন করেছেন। অজ্ঞাত বা বেওয়ারিশ লাশের সন্ধান থাকলে আঞ্জুমান মুফিদুলের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়