এবারের ঈদ টা সত্যিই অন্য রকম: রেশমা হাসান –

- Update Time : ১১:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ৩৬ Time View
এবারের ঈদ টা সত্যিই এক অন্য রকম ঈদ। তবে এবারের ঈদে মানুষ হয়তো বেশি আনন্দ করতে পারবেনা কিন্তু একটা জিনিস অনুভব করতে পারবে আর এটা হচ্ছে গরীবের ঈদ। কারণ এবার ঈদে হয়তো ইচ্ছে থাকলেও অনেকেই নতুন কাপড় কিনতে পারছেনা, পূরণ করতে পারছেনা করোনার জন্য অনেক ইচ্ছেই। এই ঈদ টা হবে একরকম কাকতালীয় ঈদ।
প্রতিবারের মতো ঈদে হবে না হইচই, রাস্তায় থাকবেনা ভীর। আমরা পাব না অন্যান্য বারের মতো আনন্দ। পাবো না পরিবারের সবাই একসাথে ঈদ করার আনন্দ। ঈদে মজাই হলো ঈদের নামাজ, নামাজের পর বাসায় এসে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি খাওয়া। এরপর সালামি নেওয়া।
কিন্তু এবার হয়তো হবেনা মাঠে যেয়ে ঈদের নামাজ পরা। বাড়ি বাড়ি যেয়ে পাওয়া হবেনা বড়দের কাছে থেকে সালামি। তারপর ও নিজেকে নিজের পরিবার কে ভালো রাখতে সুস্থ রাখতে আমাদের সবাই কে দুরত্ব বজায় রেখেই এবারের ঈদ পালন করতে হবে। তাই আসুন এবারের ঈদে আমরা সবাই ঘরেই থাকি। সাবধানে থাকি।
লেখক- রেশমা হাসান, গৃহবধু, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়