আত্মসমর্পণকারী ৩৩ চরমপন্থীর হাতে প্রধানমন্ত্রীর অনুদান –
- Update Time : ০৩:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পাবনায় আত্মসমর্পণ করা রাজবাড়ীর ৩৩ জন চরমপন্থীর হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। প্রত্যেক চরমপন্থীকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে রোববার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে ওই সব আত্মসমর্পনকারী চরমপন্থীদের আমন্ত্রণ জানানো হয়।
সেখানে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফরিদপুরের যুগ্ম পরিচালক শহিদুজ্জামান, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজবাড়ীর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান, আওয়ামীলীগ নেতা হেদায়েত আলী সোহরাব, এসএম নওয়াব আলীসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়