চ্যাম্পিয়ন গোদার বাজার ও কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় –

- Update Time : ১০:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯
- / ২৬ Time View

রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এ ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান।
ফাইনাল খেলায় (বালক) গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় গঙ্গাপ্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে এবং (বালিকা) কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান হয়।
খেলা শেষে অতিথিরা সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা চ্যাম্পিয়ান দলের খেলোয়ার ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ১৩৫টি বিদ্যালয় এ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করে। আজ যার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়