চলন্ত ফেরি থেকে আটক জুয়াড়ু চক্রের সদস্য, ১৫ দিনের কারাদণ্ড-
- Update Time : ০৯:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
- / ৩৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়াড়ু– চক্রের এক সদস্যকে আটক করেছে ফেরির যাত্রীরা। তার নাম শফিকুল ইসলাম (৪০)। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হোসেন মন্ডলের পাড়ার আ. জলিল মন্ডলের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের মুখ্য হাকিম আব্দুল্লাহ আল মামুন ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরিতে ট্রলার যোগে উঠে জুয়ার আসর বসিয়ে সাধারন যাত্রীদের সাথে প্রতারনা করছিল একটি চক্র। ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌছানোর আগে জুয়াড়ু চক্র ট্রলারে পালিয়ে গেলেও ওই ফেরির যাত্রীরা শফিকুল নামের ওই ব্যাক্তিকে আটক করে দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে সহকারী কমিশনা (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যামান আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়