চট্রগ্রামের তরুনীকে বালিয়াকান্দিতে এনে ধর্ষণের ঘটনার নায়ক প্রেমিক গ্রেপ্তার –
- Update Time : ১০:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মোবাইল ফোনের রং নম্বরে চট্রগ্রামের এক তরুণী (২০) কে প্রেমের ফাঁদে ফেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেকে এনে আটকে রেখে ধর্ষণ করার ঘটনার নায়ক পারভেজ শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র ঐকান্তিক প্রচেষ্টায় আজ রবিবার ভোরে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের একটি বাড়ীতে আতœগোপন থাকা অবস্থায় প্রতারক প্রেমিক পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে।রাজবাড়ী বার্তা ডট কম ।
ওই তরুনী জানান, চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় তার বাড়ী। তার সাথে মোবাইল ফোনে রং নম্বরে পরিচয় হয় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন এলাকার সোবহান শেখের লম্পট ছেলে পারভেজ শেখ (২১)-এর। ওই পরিচয়ের সুত্র ধরে প্রতারক পারভেজ তাকে বিয়ে করাসহ নানা রকম প্রলোভন দেখায়। ওই প্রলোভনের শিকার হয়ে গত ১৬ এপ্রিল তিনি ফরিদপুর জেলার কামারখালী ব্রীজ এলাকায় পৌছান। সে দিনই পারভেজ তাকে একটি মোটরসাইকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামের শরৎ বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাসের বাড়ীতে নিয়ে আসে। এর পরই ওই বাড়ীর লোকজনের সহযোগিতায় তাকে একটি রুমে আটকে রাখে। সেই সাথে পারভেজ তাকে জোড়পূর্বক ধর্ষন করে। এরই মাঝে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং তারা গত ১৯ এপ্রিল সন্ধ্যায় পারভেজকে আটক করে এবং তাকে উদ্ধার করে। তবে কতিপয় ব্যক্তিদের সহযোগিতায় ওই সময়ই পারভেজ পালিয়ে যেতে সক্ষম হয়। রাজবাড়ী বার্তা ডট কম ।
বালিয়াকান্দি থানার এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ওই তরুনীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে ওই তরুনী প্রতারক পারভেজ শেখ, বাড়ীর মালিক শ্যামল বিশ^াস ও শ্যামলের স্ত্রী গীতা রানী বিশ^াসসহ চার জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, মামলার আসামি শ্যামল বিশ^াস ও শ্যামলের স্ত্রী গীতা রানী বিশ^াসকে গ্রেপ্তার করা সম্ভব হলেও প্রধান আসামি পারভেজ ছিলো আতœগোপনে।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তারের প্রচেষ্টা তারা চালিয়ে আসছিল। এর অংশ হিসেবে গতকাল ভোরে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের একটি বাড়ীতে আতœগোপন থাকা অবস্থায় প্রতারক প্রেমিক পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হবার পর পারভেজ মোবাইল ফোনে ওই তরুনীকে প্রেমের প্রতারনার ফাঁদে ফেলে ডেকে এনে, আটকে রেখে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। তাকে গতকালই আদালতে পাঠানো হয়েছে।রাজবাড়ী বার্তা ডট কম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়