অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি, রাজবাড়ীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাতভর আটকে রেখে ধর্ষণের অভিযোগ-

- Update Time : ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) কে রাতভর আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে শাররীক ভাবে অসুস্থ্য হয়ে পড়ায় গতকাল রবিবার দুপুরে ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে অবস্থানকালীন সময়ে ওই ছাত্রী জানায়, গত ১২ এপ্রিল সে তার দাদী বাড়ী বেড়াতে যায়। সেখানে বেড়ানোরত অবস্থায় গত ১৪ এপ্রিল রাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে জনৈক সুজন মোল্লা স্ত্রী লাখি বেগম রাত্রি যাপনের জন্য তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। ওই দিন রাত ১০টার দিকে হঠাৎ করেই তার ঘরে একই গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে রেজাউল মন্ডল ওরফে রেজাউল কশাই (৩০) প্রবেশ করে। এর কিছু সময় পর লাখি বেগম ওই ঘর থেকে বের হয়ে বাইরে চলেযায় এবং বাইরে থেকে ঘরের দরোজা বন্ধ করে দেয়। ওই ঘটনায় সে ভয় পেয়ে যায় এবং চিৎকারের চেষ্টা চালায়। তবে রেজাউল কশাই তার মুখ আটকে ধরে এবং গলায় ধারালো অস্ত্রী ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। সেই সাথে নির্দয় ভাবে সারারাত তাকে ধর্ষণের পাশাপাশি শাররীক নির্যাতন চালায়। ১৫ এপ্রিল সকালে ওই বাড়ীতে তার দাদী আসে এবং ঘরের দরোজা বাইরে থেকে বন্ধ কেন তা তিনি লাখি বেগমের কাছে জানতে চান। পরে তার দাদী দরোজা খুলে ঘরে প্রবেশ করে সে তখন তার দাদীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। আর ওই সময় পরিস্থিতি বেগতিক দেখে রেজাউল কশাই চম্পট দেয়। সে সময় বাইরে থেকে দরোজা বন্ধ করে লাখি বেগম কেন সারারাত ওইছাত্রীকে আটকে রাখলো তা তার দাদী জানতে চান। এনিয়ে আপোষ মিমাংশার চেষ্টা চালিয়েও তারা ব্যর্থ হন। এরই মাঝে গত শনিবার রাত থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। রক্তক্ষরণের পাশাপাশি ব্যাথায় কুকড়ে যাওয়া সে। তাই তাকে পরিবারের লোকজন গতকাল দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের জরূরী বিভাগে নিয়ে আসে।
ওই ছাত্রীর সাথে থাকা তার নানী বলেন, ওই ঘটনায় তারা গত ১৮ এপ্রিল রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন। মামলায় রেজাউল কশাই ও তার সহযোগি লখি বেগমকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি রেকর্ড পূর্বক আসামিদের গ্রেপ্তার করার জন্য রাজবাড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ওই হাসপাতালেল জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিকিৎসক নাহিদ রায়হান বলেন, মেয়েটির শাররীক অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আদালতের নির্দেশনার কপিটি তারা গতকাল রবিবার বিকাল পর্যন্তও পাননি। তবে ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়