রাজবাড়ীতে ৮৭ গাছ চুরি সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে-

- Update Time : ০৮:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হবার আগেই রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক পাশে থাকা সড়ক ও জনপথ বিভাগের তাজা বড় আকারের ৮৯টি গাছ হাওয়া হয়ে গেছে। যা জেলা প্রশাসকের কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও উঠে এসেছে। ওই প্রতিবেদনের পর দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্তও গৃহিত হয়েছে।
জানাগেছে, রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক বর্ধিত করণ কাজের টেন্ডার ইতোমধ্যেই সম্পূণ হয়েছে। ওই কাজ করার লক্ষে সড়কের পাশে থাকা গাছ অপসারণের উদ্যোগ নেয়া হয়। সেখানে সড়ক বিভাগ ও সামাজিক বন বিভাগের গাছ ছিলো। যৌথ হিসেবে সড়ক বিভাগের ২০১টি গাছ চিহ্নিত করাও হয়। তবে সামাজিক বন বিভাগের নিযুক্ত ঠিকাদার ও প্রভাবশালী ব্যক্তিরা বন বিভাগের গাছ কর্তনের পাশাপাশি নিজেদের ইচ্ছা মত সড়ক বিভাগের গাছ গুলোও কেটে ফেলে। দুই মাস আগে জেলা প্রশাসকের কার্যালয়ে হওয়া “জেলা উন্নয়ন সমন্বয় কমিটি”র সভায় জানানো হয়, প্রকাশ্য সড়কের পাশ থেকে গাছ চুরি করা হচ্ছে। ওই বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমানকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটির গঠন করা হয়।
কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান সরজমিনে তারা সড়ক বিভাগের ২০১টি গাছের মধ্যে ১১৪টি গাছ পেয়েছেন। বাকি ৮৯টি গাছ তারা পাননি। ফলে তারা তাদের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছেন এবং ঘটনার সাথে দায়ি ব্যক্তিদেরও তারা সনাক্ত করে দিয়েছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, ওই তদন্ত প্রতিবেদনটি ইতোমধ্যেই “জেলা উন্নয়ন সমন্বয় কমিটি”র সভায় উপস্থাপন করা হয়েছে। ওই সভার সিদ্ধান্তের আলোকে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ আগামী রবিবারের মধ্যে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়