বালিয়াকান্দিতে যুবতীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ॥ গ্রেপ্তার ১-
- Update Time : ০৯:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ১২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রং নাম্বারে মোবাইলে ফোন। অতঃপর পরিচয়। প্রেমালাপ। প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস। চট্রগ্রাম থেকে ডেকে এনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামের এক বাড়ীতে আটকে রেখে এক যুবতীকে ধর্ষন করে আসছিল কথিত ওই প্রেমিক। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই যুবতীকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। তবে পালিয়ে গেছে কথিত ওই প্রেমিক।
ওই যুবতী (২০) জানান, তার বাড়ী চট্রগ্রাম জেলার একটি গ্রামে। তার সাথে মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় হয় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন এলাকার পারভেজ (৩০) নামের এক যুবকের। এই পরিচয়ের সুত্র ধরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে আনে পারভেজ। তিনি গত ১৬ এপ্রিল ফরিদপুরের কামারখালী ব্রীজ এলাকায় বাস থেকে নামার পর তাকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পাঁচপোটরা গ্রামের শরৎ বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাসের বাড়ীতে মোটর সাইকেল যোগে আনে। ওই বাড়ীর লোকজনের সহায়তায় তাকে ঘরের মধ্যে আটকে রেখে বিয়ের আশ্বাসে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। গত বুধবার সন্ধ্যার আগে তার প্রেমিক পারভেজ তাকে মোটর সাইকেলে করে অন্যত্র নিয়ে যাবার প্রক্কালে স্থানীয় লোকজন টের পেয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে পারভেজ পালিয়ে যায়। পরে থানা পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে। তিনি প্রতারনার মাধ্যমে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করার অভিযোগ আনেন এবং পারভেজসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২জনকে আসামী করে গতকাল বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি থানায় মামলা একটি মামলা দায়ের করেছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, ওই তরুনী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে ধর্ষনে সহায়তা করার দায়ে পাঁচপোটরা গ্রামের শ্যামল বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে আদালতে ওই জবানবন্দি রেকর্ড করার পাশাপাশি রাজবাড়ী সদর হাসপাতালে ওই যুবতীর ডাক্তারী পরীক্ষা সর্ম্পণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়