কালুখালীতে আলিম পরীক্ষায় ২৭ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিস্কার –
- Update Time : ০৯:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে হোগলাডাঙ্গী মোহাম্মদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ বিষয়ে ২৭ জন পরীক্ষার্থীকে কাছে নকল রাখার দায়ে বহিস্কার করা হয়েছে।
এছাড়াও ঐ কেন্দ্রের দায়িত্বরত ২জন শিক্ষক কে বহিস্কার করা হয়েছে। এ বহিস্কার করেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজবাড়ী কাফী বিন কবির। এ ব্যাপারে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মীর মোহাম্মদ আব্দুল বাতেন এর সাথে কথা হলে তিনি জানান, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থীদেরকে নকল না রাখার জন্য সতর্ক করে দেওয়ার পরেও তারা এ অপরাধ করেছে। কেন্দ্রে অন্যান্য কর্মকর্তার মধ্যে সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার দায়িত্বে ছিলেন। এছাড়াও উপজেলার ২টি কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছরে উপজেলার কালুখালী ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলা ১ম পত্রে ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৪ জন অংশ গ্রহণ করে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, এছাড়াও সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম দায়িত্ব পালন করে। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে মৃগী শহিদ দিয়ানত ডিগ্রী কলেজে ২২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ মোঃ আইয়ুব আলী ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার দায়িত্ব পালন করে। পরীক্ষার আইন শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা ও মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়