পাংশায় মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
- / ৭ Time View
মাসুদ রেজা শিশির/এস.কে পাল, রাজবাড়ী বার্তা ডট কম
রাজবাড়ীর পাংশা সরকারী কলেজ মাঠে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পিতা মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম আতাউল হক খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা আ.লীগের সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, যশাই ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দিপক কুমার কুন্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু, পৌর প্যানেল মেয়র ওদুদ সরদার অতুর প্রমুখ। ফাইনাল খেলায় পাংশা পৌর শহরের রঘুনাথপুর ক্রিকেট একাদশ ও যশাই ক্রিকেট এ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে। রঘুনাথপুর ক্রিকেট একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য দেখান বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রঘুনাথপুর ক্রিকেট একাদশের অধিনায়ক শাহিদুল ইসলাম মারুফ। খেলায় জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন সেঞ্চুরি করেন। মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলায় ৬ষ্ঠ বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রঘুনাথপুর ক্রিকেট একাদশ। জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের ক্রীড়া নৈপুণ্য সরাসরি দেখতে পাংশা সরকারি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ইতিপূর্বেও পাংশা সরকারি কলেজ মাঠে বিভিন্ন সময় জাতীয় দলের খেলোয়াড় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, তুষার ইমরান ক্রীড়া নৈপুণ্য দেখাতে পাংশাতে আসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়