মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষা প্রতিমন্ত্রীর বাণী –
- Update Time : ০২:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ ২৬ শে মার্চ-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমার প্রিয় রাজবাড়িবাসীকে জানাই অফুরান শুভেচ্ছা। প্রথমেই স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনন্য সাধারন ক্যারিশমেটিক নেতৃত্বের গুণাবলী দিয়ে বাঙালি জাতিসত্তাকে জাতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে বাঙালির শত শতাব্দির আরাধ্য স্বাধীনতা অর্জনের পুরোধা ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এজন্যই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এজন্যই তিনি জাতির পিতা। স্বাধীনতা দিবসের এই ক্ষণে স্মরণ করছি ২৫ শে মার্চের কালোরাতে যাঁরা শহীদ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোন যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা।
বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অতি দরিদ্র দেশ হতে আমরা উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছি। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে সফল হতে চলেছেন। বাংলাদেশকে একটি উন্নত, সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে বিনির্মাণের কারিগর হচ্ছেন দেশরতœ শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে দেশবাসীর কাছে আমার আহবান, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। সন্ত্রাস-মাদক-জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার সরকার, বার বার দরকার। আরেকটা কথা, শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমি যে ভিশন নিয়ে কাজ করছি তা হল- কারিগরি শিক্ষার সম্প্রসারণ, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজবাড়িবাসীকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আগামী দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন, রাজবাড়ির উন্নয়নে আমার পরিকল্পনামাফিক কাজগুলো আরও দ্রুত যাতে এগিয়ে নিতে পারি সেজন্য দোয়া করবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
(কাজী কেরামত আলী, এম.পি)
প্রতিমন্ত্রী
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়