পাংশায় দূর্বৃত্তদের গুলিতে বাবা, মা ও ছেলেসহ আহত ৩ –

- Update Time : ০৩:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামে দূর্বৃত্তদের গুলিতে বাবা, মা ও ছেলেসহ ৩ জন আহত হয়েছে। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, আবু কালাম সেখ (৩৫), তার মা আকিরন বিবি (৫০) ও বাবা সামসুল সেখ (৬০)।
আহত আবু কালাম জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ৭/৮ জনের মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত টিনের গেট ভেঙ্গে তাদের বাড়ীতে প্রবেশ করে। সেই সাথে দূর্বৃত্তরা তার ভাই ও স্থানীয় বেজপাড়া বাজারের সার ও বীজ ব্যবসায়ী ছালাম সেখকে ডাকতে থাকে। এ সময় ঘরের দরোজা খুলে বের হন তার বাবা সামসুল সেখ দূর্বৃত্তরা তার বাবাকে বেধড়ক মারপিট শুরু করে। তাকে রক্ষা করতে মা আকিরন বিবি এগিয়ে আসতেই তাকেও তারা মারপিট করে। বাবা-মা চিৎকারে তিনি এগিয়ে আসতেই তাকে লক্ষ করে ছড়রা গুলি বর্ষণ করনে। বেশির ভাগ গুলি তার শরীরের সামনের অংশে এবং বাবার বাম কানে ও মায়ের ডান চোখের পাশে লাগে। ওই সময়ই স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। তিনি আরো বলেন, কয়েক দিন আগে তার ভাই সালামের কাছে দূর্বৃত্তরা ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। তাদের ধারনা ওই টাকা না দেয়ায় এই হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।
এ ব্যাপারে পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন জানান, তারা ইতোমধ্যেই আহতদের সাথে কথা বলেছেন। তবে গতকাল বিকাল পর্যন্তও আহতদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগে দায়ের করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়