রাজবাড়ীর কুঠি পাঁচুরিয়ায় মাঠ দিবস পালিত –
- Update Time : ০৯:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৫ Time View
ইমরান/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
”কৃষিই সমৃদ্ধি ” এইস্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে খামার যান্ত্রকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বেড প্লান্টার যন্ত্র প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার বিকালে সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুঠি পাঁচুরিয়ায় ফসল আবাদে পাচিং পদ্ধতি ব্যবহার এবং ভুট্টা আবাদে মাঠ দিবস পালিত ও কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা হিসেবে মুগ ডালের বীজ বিতরন করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী কৃষি সম্প্রসারন আধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন,পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম মোল্লা,কৃষি কর্মকর্তা আবুল হোসেন, দেওয়ান নুরুজ্জামান, কৃষক গাজী বিল্লাল হোসেন। সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন।
মাঠ দিবসে ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনে ও কীটনাশক ব্যবহার কমিয়ে ক্ষেতে পাচিং পদ্ধতি হিসেবে বাঁশের কঞ্চি পুতে দেয়া ইত্যাদি সম্পর্কে নির্দেশনাসহ ব্যবহার বিধি দেখানো হয়।
এসময় ঐ ইউনিয়নের ৭জন কৃষকের মাঝে কৃষিণ প্রনোদনা হিসেবে ৮কেজি হারে মুগ ডালের বীজ বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়