পাংশায় মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন –
- Update Time : ০৮:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৮ Time View
মাসুদ রেজা শিশির/এস,কে পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশে আজ সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্ব আজ বাংলাদেশ নামক রাষ্ট্রকে চিনেছে। এক সময় ফুটবল খেলা আমাদের জনপ্রিয় খেলা ছিল। ফুটবল দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে এখনও কোন পরিচিতি লাভ করতে পারেনি। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের সকল ক্রিকেট পরাশক্তিকে একবার হলেও পরাজিত করেছে। জাতীয় দলের অনেক খেলোয়ার গ্রামাঞ্চল থেকে উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক বিকাশ ঘটে। খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। খেলাধুলার মানুষের মনে প্রাণ সঞ্চার সৃষ্টি করে। তাই সকলকে মাদক ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে।
গতকাল শুক্রবার পাংশা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পিতা মরহুম আবুল মাহমুদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী এসব কথা বলেন। পাংশা পৌর মেয়র ও টুর্ণামেন্ট উদযাপন কমিটির আহŸায়ক আব্দুল আল মাসুদের সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম। এসময় উপস্থিত ছিলেন পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, ওসি (তদন্ত) সুলতান মাহমুদ, জেলা পরিষদ সদস্য বেগম কামরুন্নাহার, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, পাংশা উপজেলা আ.লীগের উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব দীপক কুমার কুন্ডু, উপজেলা যুবলীগের আহŸায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহŸায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পৌর আ.লীগের সহ-সভাপতি বাবুল চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা ইয়াসমিন প্রমুখ। উদ্বোধনী খেলায় রঘুনাথপুর ক্রিকেট একাদশ বনাম মাগুড়াডাঙ্গী ক্রিকেট এ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে। খেলাটি দক্ষতার সাথে পরিচালনা করেন পাংশা সরকারি কলেজের প্রভাষক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত আম্পায়ার রোকনুজ্জামান খান (তপু) ও পাংশা ক্রিকেট দলের সাবেক খেলোয়ার তমাল চক্রবর্ত্তী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়