৭২ লক্ষাধিক টাকা ব্যয়ে রাজবাড়ীর পাঁচুরিয়ায় ইটের রাস্তার কাজের উদ্বোধন করলেন শিক্ষাপ্রতিমন্ত্রী-

- Update Time : ০৭:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৮ Time View
রুবেলুর,আতিয়ার,ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাম্মণদিয়ায় ২ হাজার মিটার এইচবিবি করণ (ইটের) রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ হেরিং বন্ড এইচবিবি রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রাস্তাটির উদ্বোধনের পর দোয়া মোনাজাত করা হয়েছে।
জানাগেছে, দূর্যোগ ব্যবস্থানা শাখার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ৭২ লাখ ১৯ হাজার ৮২২ টাকা চুক্তিমূল্যে ২০১৭-১৮ অর্থ বছরের আগামী ২ মাসের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমপিবি ট্রেডার্স এ কাজের সমাপ্ত করবে। রাস্তাটি পশ্চিম ব্রাম্মনদিয়া চারা বটতলা হতে মহিষাখোলা সিরাজ মাস্টারের বাড়ী পর্যন্ত সম্পন্ন হবে।
রাস্তাটির উদ্বোধনের পূর্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর সভাপেিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মোল্লা প্রমূখ। এ সময় জেলা ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়