সামনে এসএসসি পরীক্ষা, এটা বয়কট করা শিক্ষকদের সঠিক হবে না- রাজবাড়ীতে শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ১০:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
- / ২১ Time View
লিটন চক্রবর্তী/সাজিদ হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, প্রতিটি শিক্ষক এক একজন লিডার, তারা জাতির বিবেক এবং মানুষ গড়ার হাতিয়ার। শিক্ষাকে আরো আধুনিকায়ন করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মাল্টিমিডিয়া ক্লাস রুমে ক্লাস করাতে হবে। যে কোন সরকারের পক্ষে সকল বিদ্যালয় এক সাথে জাতীয়করণ করা অসম্ভব। পর্যায়ক্রমে এ গুলো বাস্তবায়ন করা হবে। সময় না দিলে সরকারের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয়করণ করা অসম্ভব হবে। শিক্ষকরা যাতে তাদের আন্দোলন, অনশন তুলে নেন। সামনে এসএসসি পরীক্ষা, এটা বয়কট করা শিক্ষকদের সঠিক হবে না। শিক্ষকদের দাবী পুরনে প্রধানমন্ত্রীসহ আমরা সকলে আন্তরিক, আমি শিক্ষকদের দাবীর ব্যাপারে প্রধানমন্ত্রী বুঝিয়ে বলবো। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে প্রতিটি শিক্ষককে সচেতন ভাবে কাজ করতে হবে।
রাজবাড়ীর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে “শিক্ষক কর্মচারী কল্যান সমিতি” সদর উপজেলা শাখার আয়োজনে গতকাল রবিবার দুপুরে জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
“এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, হৃদয়ের বন্ধনে গড়ি অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ওই সমাবেশে সভপতিত্বে করেন, শিক্ষক কর্মচারী কল্যান সমিতি রাজবাড়ী সদর উপজেলার শাখার সভাপতি গাজী আহসান হাবীব। সভায় সদর উপজেলা পরিষদ চেয়্রাম্যান এমএ খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সদর উপজেলার শাখার সহ-সভাপতি আদিল উদ্দিন আহম্মেদ, হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ বক্তৃতা করেন। এ সময় সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়