“ওরা ১১জন প্রতিরোধ করবে বাল্য বিয়ে” –
- Update Time : ০৯:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অষ্টম থেকে দশম শ্রেণীতে পড়–য়া ছাত্রীদের মধ্যে বছরে ২০/২৫ জন বাল্য বিয়ের শিকার হয়। বিষয়টি আশংকা জনক হলেও সামাজিকতার চাপে তেমন কোন উদ্যোগ নিতে পারছিলেন না সহপাঠিরা। ছয় মাস আগেও এমন একটি ঘটনায় হাত থেকে কোন রকমে নবম শ্রেণীর এক ছাত্রীকে রক্ষা করেছিল বান্ধবীরা। তবে তার মাঝে আরো কয়েক জনের বিয়ে হলেও কিছুই করতে পারেনি তারা। ফলে এ অবস্থা আর নয়। এবার তারা রুখবে বাল্য বিয়ে। আর সে লক্ষে শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় তারা গঠন করেছে “বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি”।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিদ্যালয়ের ৮ শতাধিক ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্বে করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। বক্তৃতা করেন, খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনিস উদ্দিন মল্লিক প্রমুখ বক্তৃতা করেন। এ সময় দশম শ্রেণীর প্রথম স্থান অর্জন করা ছাত্রী আয়শা খাতুনকে সভাপতি এবং নবম শ্রেণীর ছাত্রী মালিনা আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ঠ “বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি” গঠন করা হয়। এ কমিটিতে থাকা প্রতিটি ক্লাসের সদস্যরা যে কোন ভাবেই তাদের সহপাঠিদের বিয়ের সংবাদ পাওয়া মাত্রই অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে ওই বিয়ে বন্ধের ব্যবস্থা করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এ কমিটি সঠিক ভাবে কাজ করতে পারলে তার বিদ্যালয় এবং আশপাশের গ্রাম গুলো থেকে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়