গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ১৫ কেজি ওজনের বোয়াল –

- Update Time : ১০:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
- / ১৯ Time View
আসজাদ হোসেন আজু, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় সোমবার ভোরে জেলের জালে ১৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধার পড়েছে। মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনলে মাছটি এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়।
জানা যায়, পদ্মা নদীতে মৎস্য শিকারী তাপস হাদলারের জালে আটকা পড়ে বড় আকারের এই বোয়াল মাছটি। তাপস হালদার জালে প্রথম ঝাঁকুনিতেই বুঝতে পারেন বড় ধরনের যে কোন মাছ আটকা পড়েছে। তিনি সঙ্গীদের নিয়ে দীর্ঘক্ষন চেষ্টা করে মাছটিকে নৌকায় তোলেন। পরে এই বোয়াল মাছিটি ওজন করে দেখা যায় এর ওজন ১৫ কেজির একটু বেশি।
জেলে তাপস হালদার জানান, এত বড় বোয়াল সাধারনত ধরা পরেনা। দীর্ঘদিন পর এত বড় একটি বোয়াল মাছ ধরা পড়ল। ভোরের দিকে মাছটি ধরা পরার পর সকালে তিনি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১৬শ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় বিক্রি করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়