ঢাকা বিভাগীয় কমিশনারকে দৌলতদিয়া ঘাটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অভ্যর্থনা –

- Update Time : ১০:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
- / ১৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কৃতি সন্তান ঢাকা বিভাগীয় কমিশনার এম. বজলুল করিম চৌধুরীকে বুধবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে ফুলেল অভ্যর্থনা জানানো হয়েছে। পৃথক ভাবে অভ্যর্থনা জানান, জেলা প্রশাসনের পক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. আজাদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) শেখ আব্দুল্লাহ সাদীদ।
উল্লেখ্য, দুই দিনের সরকারী সফরে বুধবার রাজবাড়ীতে এসেছেন ঢাকা বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরী। জানাগেছে, ঢাকা বিভাগীয় কমিশনার রাজবাড়ীতে অবস্থান কালেজেলা প্রশাসনে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাসহ জেলা পর্যায়ের অফিস প্রধানদের সাথে মতবিনিময় ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের পর রাজবাড়ী সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সকাল ১০টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় পরিদর্শনের পর বেলা ১১টায় কালেক্টরেট কোয়ালিটি স্কুলের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুধীবৃন্দ ও শিক্ষকদের সাথে মতবিনিময়ের পর দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়