বালিয়াকান্দিতে জেলার শ্রেষ্ঠ সভাপতি ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে সংর্বনা প্রদান-

- Update Time : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে বৃহস্পতিবার ইসলামপুর ক্লাস্টারের আয়োজনে ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হকের বিদায়, রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এস,এম,সি সভাপতি এএএম আব্দুল মতিন ফেরদৌস ও ঢাকা বিভাগের ২০১৬ ও ১৭ সালের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলামকে সংর্বধনা প্রদান করা হয়েছে। এসময় ৩টি বিদ্যালয়কে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস। এসময় ইসলামপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হকের বিদায়, রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এস,এম,সি সভাপতি এএএম আব্দুল মতিন ফেরদৌস ও ঢাকা বিভাগের ২০১৬ ও ১৭ সালের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলামকে সংর্বধনা প্রদান ও পুরস্কার হিসেবে রাজধরপুর কিন্ডার গার্টেনকে ১০ জোড়া বেঞ্চ এবং একটি দেয়াল ঘড়ি, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬টি চেয়ার এবং একটি দেয়াল ঘড়ি, রামদিয়া সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়কে ১টি কুসন চেয়ার ও একটি দেয়াল ঘড়ি প্রদান করা হয়। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে কাজ করে আসছেন। এসময় ইসলামপুর ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যে শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়