রাজবাড়ীর অন্তরমোড়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ২ –

- Update Time : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তার মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অন্তমোড়ের একটি চা দোকানের সামনে জনৈক এক ব্যক্তিরাসহ অস্ত্রধারী দুই ব্যক্তিকে কথা বলতে দেখা যায়। এর কিছু সময় পর অস্ত্রধারীরা ওই ব্যক্তিকে লক্ষ করে একাধিকবার গুলি বর্ষণ করে। একটি গুলি স্থানীয় কৃষক করম আলীর বাহুতে এবং অপর একটি গুলি রিকশা ভ্যান চালক ইসমাইল বেপারীর চোখে বিদ্ধ হয়। স্থানীয়রা সন্ত্রাসীদের আটেকের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে রিকশা ভ্যান চালক ইসমাইল বেপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বর্ণনা দিয়ে সদর হাসপাতালে আসা রাজবাড়ী থানার এসআই এনসের আলী বলেন, আহতরা পথচারী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়