রাজবাড়ীতে আইনজীবী সহকারীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত –

- Update Time : ০৮:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আইনজীবী সহকারী কাউন্সিল পাশের দাবীতে গতকাল বুধবার সকালে রাজবাড়ীতে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আইনজীবী সহকারী (এ্যাডভোকেট ক্লার্ক) সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সম্মেলনে বক্তৃতা করেন, বাংলাদেশ আইনজীবী সহকারী (এ্যাডভোকেট ক্লার্ক) সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুর রহিম। লিখিত বক্তব্য তুলে ধরেন, বাংলাদেশ আইনজীবী সহকারী (এ্যাডভোকেট ক্লার্ক) সমিতি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা।
ওই লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ দিন ধরে বাংলাদেশ আইনজীবী সহকারী কাউন্সিল পাশের দাবীতে তারা আন্দোলন করছেন। ওই আন্দোলনের অংশ হিসেবে তারা সংবাদ সম্মেলন করলেন। এরপরও যদি “ আইনজীবী সহকারী কাউন্সিল আইন”টি জাতীয় সংসদে উত্থাপন না হয়, তাহলে বাংলাদেশ আইনজীবী সহকারী (এ্যাডভোকেট ক্লার্ক) সমিতি আগামী ৭ ফেব্রুয়ারী রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই আইন পাশের দাবীতে “অনশন ধর্মঘট” কর্মসূচী পালন করতে বাধ্য হবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়